পিরোজপুরে চীনা নাগরিক হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের

পিরোজপুরে চীনা নাগরিক ফান ইয়েন জুং হত্যার রহস্য উদ্‌ঘাটনের বিষয়ে গতকাল প্রেসব্রিফিং করেন পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম। পিরোজপুরের পুলিশ সুপারের কার্যালয়ে।
প্রথম আলো

পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এলাকায় চীনা নাগরিক ফান ইয়েন জুং (৫৮) খুনের রহস্য উদ্‌ঘাটন করার দাবি করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির মধ্যে হোসেন শেখকে চাকরিচ্যুত করেছিলেন ফান ইয়েন জুং। এতে তিনি ক্ষুব্ধ হয়ে তাঁর কাছ থেকে টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। ওই টাকা ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় হোসেন শেখ ওই চীনা নাগরিককে হত্যা করেন। এ ঘটনায় হোসেন ও তাঁর এক সহযোগী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান।

গত মার্চে হোসেন শেখকে ফান ইয়েন জুং চাকরিচ্যুত করেন। চাকরিচ্যুত হওয়ার পর হোসেন শেখ কোম্পানির হেলমেট জমা না দেওয়ায় তাঁর মার্চ মাসের বেতন থেকে ৫০০ টাকা কেটে রাখা হয়। এতে ক্ষুব্ধ হন হোসেন শেখ।

পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ের সময় বলেন,  পিরোজপুর পৌরসভার মরিচাল গ্রামের হোসেন শেখ (১৯) ও একই গ্রামের সাব্বির আহমেদ শেখ (২০) অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁরা (হোসেন ও সাব্বির) সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ১৭ ব্যুরো গ্রুপ লিমিটেডের টেকনিশিয়ান ফান ইয়েন জুং ওরফে লাও ফানের অধীনে ছিলেন। গত মার্চে হোসেন শেখকে ফান ইয়েন জুং চাকরিচ্যুত করেন। চাকরিচ্যুত হওয়ার পর হোসেন শেখ কোম্পানির হেলমেট জমা না দেওয়ায় তাঁর মার্চ মাসের বেতন থেকে ৫০০ টাকা কেটে রাখা হয়। এতে ক্ষুব্ধ হয়ে হোসেন শেখ ফান ইয়েন জুংয়ের কাছ থেকে টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করেন।

ডিআইজি শফিকুল ইসলাম বলেন, ৬ অক্টোবর সাব্বির নিশ্চিত হন ৭ অক্টোবর সন্ধ্যায় ফান ইয়েন জুং শ্রমিকদের মাসিক বেতন দেবেন। এরপর সাব্বির বিষয়টি হোসেন শেখকে জানান। ৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফান ইয়েন জুং ব্যারাক থেকে বাইসাইকেলে শ্রমিকদের মাসিক বেতনের ২ লাখ ৫৩ হাজার ২৩০ টাকা নিয়ে নির্মাণাধীন সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় হোসেন চীনা নাগরিক ফান ইয়েন জুংয়ের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে দৌড় দেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে হোসেন শেখ ফান ইয়েন জুংকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যান। স্থানীয় ব্যক্তিরা আহত ব্যক্তিকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

ডিআইজি শফিকুল ইসলাম আরও বলেন, চীনা নাগরিক হত্যাকাণ্ডের পর পুলিশ সন্দেহভাজন সিরাজুল ইসলাম শেখ (৩০) ও মাসুদ রানা শেখ (২৮) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে পুলিশ নিশ্চিত হয়, এ হত্যাকাণ্ডে হোসেন শেখ ও সাব্বির আহমেদ শেখ জড়িত। এরপর ১২ অক্টোবর পুলিশ সাব্বিরকে গ্রেপ্তার করে। ওই দিনই সাব্বিরের কাছ থেকে তথ্য পেয়ে হোসেন শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর হোসেনের ঘর থেকে ১ লাখ ৮৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। গত রোববার পিরোজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর নোমানের কাছে সাব্বির আহমেদ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরদিন হোসেন শেখ একই বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

প্রেস ব্রিফিং চলাকালে পিরোজপুরে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, এ হত্যাকাণ্ডে অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা বারবার খতিয়ে দেখা হয়েছে। আসামিদের দেওয়া তথ্য যাচাই–বাছাই করা হয়েছে। সেতুর প্রকল্প এলাকায় পুলিশের নিরাপত্তা রয়েছে। সেখানে পুলিশের ব্যারাক তৈরি করা হবে।

চীনা নাগরিক হত্যার ঘটনায় সেতুর কুমিরমারা প্রকল্প এলাকার নিরাপত্তা কর্মকর্তা কাও চিয়েন হুয়া বাদী হয়ে স্থানীয় থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে প্রথমে সিরাজুল ইসলাম শেখ (৩০) ও মাসুদ রানা শেখ (২৮) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।