পিরোজপুরে ছুরিকাঘাতে চীনা নাগরিক নিহত

নিহত লাওফান কচা নদীর ওপর নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ১৭ ব্যুরো গ্রুপ লিমিটেডের সাব-কনট্রাক্টর ও টেকনিশিয়ান ছিলেন।

প্রতীকী ছবি

পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে নির্মাণাধীন বেকুটিয়া সেতু এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে লাওফান (৫৮) নামের এক চীনা নাগরিক নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় পিরোজপুরের কচা নদীর ওপর নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাছে এ ঘটনা ঘটে। নিহত লাওফান ওই সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ১৭ ব্যুরো গ্রুপ লিমিটেডের সাব-কনট্রাক্টর ও টেকনিশিয়ান ছিলেন।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাপুর-নৈকাঠি-বেকুটিয়া-পিরোজপুর জেলা মহাসড়কের কচা নদীর ওপর চীন সরকারের আর্থিক অনুদানে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণকাজ চলছে। পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে চীনা শ্রমিকদের জন্য তৈরি ব্যারাকে লাওফান বসবাস করতেন। আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লাওফান ব্যারাক থেকে বাইসাইকেলে শ্রমিকদের মাসিক বেতনের টাকা নিয়ে নির্মাণাধীন সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত লাওফানের বুকের ডান দিকের পাঁজরে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়। লাওফানের চিৎকার শুনে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।

চীনা শ্রমিকদের দোভাষী মোস্তাফিজুর রহমান বলেন, প্রতি মাসের ৭ তারিখ শ্রমিকদের বেতন দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লাওফান বাসা থেকে শ্রমিকদের বেতনের টাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। স্থানীয় কোনো জানাশোনা ব্যক্তি এ ঘটনায় জড়িত।

পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, লাওফানের বুকের ডান দিকের পাঁজরে ধারালো অস্ত্রের জখম রয়েছে। হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য দুজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ হাসপাতালে রয়েছে।