পিরোজপুরের চারটি পৌরসভায় শনিবার থেকে লকডাউন

লকডাউন
প্রতীকী ছবি

করোনা সংক্রমণ ঠেকাতে পিরোজপুরে জেলার চারটি পৌরসভায় লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী শনিবার (২৬ জুন) থেকে পিরোজপুর পৌর এলাকাসহ মঠবাড়িয়া, স্বরূপকাঠি ও ভান্ডারিয়া পৌরসভায় এক সপ্তাহের জন্য লকডাউন কার্যকর হবে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি আবু আলী মো.সাজ্জাদ হোসেন বলেন, জেলায় চলতি মাসে এ পর্যন্ত ২৪০ জন করোনা শনাক্ত হয়েছেন। এক সপ্তাহে ৩০৯টি নমুনার মধ্যে ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় শনিবার থেকে পিরোজপুর, মঠবাড়িয়া, স্বরূপকাঠি ও ভান্ডারিয়া পৌরসভা লকডাউন ঘোষণা করা হয়েছে।

এদিকে গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার ৭ উপজেলায় নতুন করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলার বাইনখালী গ্রামের আবদুল মালেক (৬০) নামের একজন করোনায় মারা গেছেন। এখন পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৩৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৭ জন।

জেলা সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকী বলেন, কয়েক দিন ধরে করোনা রোগীর চাপ বেশি রয়েছে। এ জন্য জেলার পৌরসভাগুলো শনিবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। এতে করোনার সংক্রমণ না কমলে লকডাউনের সময়সীমা বাড়ানো হবে।