পিসিআর যন্ত্রে ত্রুটি, বরিশালে করোনা পরীক্ষা বন্ধ

করোনা পরীক্ষার নমুনা সংরক্ষণ করছেন এক স্বাস্থ্যকর্মী
ফাইল ছবি

আরটি–পিসিআর যন্ত্রে ত্রুটি দেখা দেওয়ায় বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজে করোনাভাইরাস পরীক্ষা বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে যন্ত্রটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর থেকে করোনা পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

ল্যাবটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পিসিআর ল্যাবে ত্রুটি হওয়ায় গতকাল পর্যন্ত সংগ্রহ করা ৩৮৯টি করোনার নমুনা পরীক্ষা আটকে গেছে। এর মধ্যে বিদেশীগামী ৩০ জনের নমুনা রয়েছে।

গত ৩ ডিসেম্বর পিসিআর ল্যাবটি প্রথমবারের মতো অচল হয়। যান্ত্রিক ত্রুটির কারণে ওই সময় প্রায় ১ সপ্তাহ করোনার নমুনা পরীক্ষা বন্ধ ছিল। গত ৯ এপ্রিল শের-ই–বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হয়।

ল্যাব সূত্র জানায়, গতকাল রাত ৯টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষার প্রস্তুতি চলছিল। নমুনা বিশ্লেষণের সময় অস্বাভাবিক রিডিং দেয়। তাই ল্যাবটির কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। পরে মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম সরওয়ারের কাছে পিসিআর ল্যাব প্রধান ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম আকবর কবীর একটি চিঠিতে এই তথ্য জানান।

সহকারী অধ্যাপক এ কে এম আকবার কবীর বলেন, বর্তমানে ল্যাবে ৩৮৯টি নমুনা জমা আছে। এর মধ্যে ৩০টি নমুনা বিদেশগামীদের। এসব নমুনা স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালকের মাধ্যমে ঢাকায় পাঠানো হবে। বিদেশগামীদের নমুনার বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বাসুদেব কুমার দাস বলেন, শের-ই–বাংলা মেডিকেল কলেজে গত বছরের ৯ এপ্রিল থেকে আরটি-পিসিআর ল্যাবে করোনার নমুনা কার্যক্রম শুরুর পর থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ফলাফল পাওয়া যেত। গত ৩ ডিসেম্বর এই ল্যাবের মেশিনটি নষ্ট হয়ে যায়। তখন থেকে ভোলা সিভিল সার্জনের আওতাধীন পিসিআর ল্যাবে নমুনা পাঠানো হতো। কিন্তু ৫ ডিসেম্বর ওই ল্যাবও বন্ধ হয়ে যায়। এর কয়েক দিনের মাথায় ল্যাব দুটি আবার চালু হয়। দ্বিতীয়বারের মতো বরিশালের ল্যাবটি বন্ধ হয়ে যাওয়ায় মানুষের ভোগান্তি বাড়ল।