পীরগঞ্জে হামলার ঘটনায় আরও ছয়জন গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে জেলেদের বসতবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে পুলিশ ও র‌্যাব এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে থানার পুলিশ চারজনকে এবং র‌্যাব দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের আদালতের মাধ্যমে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় এ পর্যন্ত মোট গ্রেপ্তার হলেন ৬৬ জন।

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি আপলোড করাকে কেন্দ্র করে ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টায় পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের বড়করিমপুর জেলেপল্লিতে উত্তেজিত জনতা হামলা চালায়। অগ্নিসংযোগ করা হলে পুড়ে যায় ২১টি ঘর। আগুনে পুড়ে মারা যায় দুটি গাভি।

ওই ঘটনায় পীরগঞ্জ থানায় তিনটি মামলা করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে করা দুটি মামলায় ৩ জন এবং জেলেপল্লিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রংপুর কারমাইকেল কলেজের দর্শন বিভাগ ছাত্রলীগের সহসভাপতি সৈকত মণ্ডল এবং মাঝিপাড়া এলাকার বটেরহাট জামে মসজিদের ইমাম রবিউল ইসলামও আছেন। এই দুজনকে ঢাকার টঙ্গী থেকে গ্রেপ্তার করে র‌্যাব জানিয়েছে, সৈকত মণ্ডল ওই হামলার নেতৃত্বে ছিলেন। তাঁদের উভয়ের বাড়ি ওই গ্রামের আশপাশের এলাকায়।