পীরগঞ্জে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় দুটি তদন্ত কমিটি

দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাড়ি–ঘর পুড়ে গেছে। পোড়া ঘরের টিন সরাচ্ছেন এক নারী। পীরগঞ্জ উপজেলার বড় করিমপুরে
ফাইল ছবি

রংপুরের পীরগঞ্জের বড়করিমপুর এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা তদন্তে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন ও অপরটি জেলা প্রশাসন।

জাতীয় মানবাধিকার কমিশনের কমিটি তিন সদস্যের। কমিটির প্রধান কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) আশরাফুল আলমকে। সদস্যরা হলেন কমিশনের উপপরিচালক এম রবিউল ইসলাম ও পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম। সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সদস্য সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম আজ দুপুরে মুঠোফোনে বলেন, আজ সকাল থেকেই কমিটির সদস্যরা ঘটনাস্থলে তদন্তকাজ শুরু করেছেন।

অন্যদিকে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান আজ বৃহস্পতিবার দুপুরে বলেন, ওই সহিংস ঘটনা তদন্তে তিনি গতকাল বুধবার তিন সদস্যের কমিটি করেছেন। কমিটির প্রধান রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) গোলাম রব্বানী। সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা গত রোববার রাত সাড়ে ১০টার দিকে পীরগঞ্জের বড়করিমপুর এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি এবং হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে একটি মামলা করেছে। এসব মামলায় ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন