পীরগঞ্জের ঘটনাস্থল পরিদর্শন করল মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি

হামলাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির প্রধান আশরাফুল আলম
ছবি: প্রথম আলো

বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের তিন সদস্যের একটি তদন্ত দল রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা সরেজমিনে তদন্ত করছে। গতকাল বৃহস্পতিবার সারা দিন তদন্ত দলের সদস্যরা ওই গ্রামের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ঘুরে দেখেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে ওই দিনের ঘটনার বর্ণনা শোনেন।

পরিদর্শন শেষে তদন্ত দলের প্রধান বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) আশরাফুল আলম বলেন, মানবাধিকারের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে দেখা যাচ্ছে, এখানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। অতর্কিত এ ঘটনা ঘটেছে। এরপর থেকে এ এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি আরও বলেন, যাঁদের ঘরবাড়ি পুড়ে গেছে, গবাদিপশু হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাঁদের সহায়তা দিচ্ছে। ভবিষ্যতেও সরকার তাঁদের সহায়তা দেবে।

প্রসঙ্গত, কুমিল্লার ঘটনার জের ধরে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া বড়করিমপুর হিন্দুপল্লিতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করেছে। সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।