পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজী উপজেলায় পুকুরের পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে পৌরসভার চর গণেশ এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবকের নাম গোলাম সারওয়ার (৩৫)। তিনি পৌরসভার চর গণেশ এলাকার বাহার উদ্দিনের ছেলে।

বাহার উদ্দিন বলেন, গোলাম সারওয়ার তাঁর স্ত্রীর বড় বোনের ছেলে। ছোটকালে তাঁর বাবা মারা যান, মা মানসিক বিকারগ্রস্ত। সারওয়ারকে তাঁরা ছোট থেকে নিজেদের কাছে রেখে লালনপালন করে আসছেন। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাঁর প্রতি সব সময় তাঁরা আলাদাভাবে যত্ন নিতেন। আজ দুপুরে তাঁর স্ত্রী রান্নাঘরে কাজ করছিলেন। তখন সারওয়ার ঘরের দরজায় বসেছিলেন। এ সময় তাঁদের অজান্তে সারওয়ার ঘরের পাশে পুকুরে চলে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাঁকে ভেসে থাকতে দেখা যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সারওয়ারকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো. আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, সারওয়ারকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।