পুকুরে পাওয়া গেল কাঠ ব্যবসায়ীর লাশ

লাশ
প্রতীকী ছবি

যশোরের কেশবপুর উপজেলায় একটি পুকুরে পাওয়া গেছে কাঠ ব্যবসায়ীর লাশ। আজ সোমবার সকালে উপজেলার বড়েঙ্গা গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম মোসলেম উদ্দীন মোল্লা (৫৫)। তিনি বড়েঙ্গা গ্রামের বাসিন্দা।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন মোসলেম উদ্দীন মোল্লা। সকাল আটটার দিকে বড়েঙ্গা গ্রামের একটি পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত মোসলেম উদ্দীনের ছেলে রনি হোসেন বলেন, তাঁর বাবার কারও সঙ্গে শত্রুতা ছিল না। তবে তাঁর বাবা গাছ কেনার জন্য বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে বের হয়েছিলেন। বিভিন্ন গ্রাম থেকে গাছ কিনে তিনি বিক্রি করতেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।