পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে মারপিটে বৃদ্ধ নিহত

হত্যা
প্রতীকী ছবি

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে ভাতিজাদের মারধরে চাচার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের চরফেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম দেলোয়ার হোসেন হাওলাদার (৬০)। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের অভিযোগ, বুধবার দুপুরে বাড়ির সামনের পুকুর থেকে মাটি কাটছিলেন দেলোয়ার হোসেন। এ সময় তাঁর ছোট ভাই খালেক হাওলাদার ও তাঁর ছেলে চান হাওলাদার এবং ফারুক হওলাদার তাতে বাধা দেন ও গালাগাল করেন। পরে দেলোয়ার হোসেন মাটি কাটা বন্ধ রাখেন। এরপর বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে দেলোয়ার হোসেন পুকুর পাড়ে গেলে খালেক হাওলাদার ও তাঁর ছেলে চান হাওলাদার এবং ফারুক হওলাদার তেড়ে আসেন। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে চান ও ফারুক হওলাদার তাঁকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটান।

নিহত দেলোয়ারের স্ত্রী সালমা বেগম বলেন, তাঁর স্বামী দেলোয়ার হোসেন রোজা ছিলেন। নিজের জমির মাটি কাটাকে কেন্দ্র করে মারধরের একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাড়ির সামনের পুকুরের ওই জমি নিয়ে তাঁদের সঙ্গে খালেক হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মেহেন্দীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুকুমার রায় বলেন, পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। দেলোয়ার হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত খালেক হাওলাদার ও তাঁর ছেলে চান হাওলাদার এবং ফারুক হওলাদার আত্মগোপন করেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।