পুকুরের মাটি কাটার সময় বেরিয়ে এল সোনালি মূর্তি

সাতক্ষীরার তালায় পুকুরের মাটি কাটার সময় সোনালি রঙের মূর্তিটি পাওয়া যায়
প্রথম আলো

সাতক্ষীরার তালায় ইটভাটার জন্য পুকুর থেকে মাটি কাটার সময় সোনালি রঙের একটি মূর্তি পাওয়া গেছে। গতকাল শনিবার তালা উপজেলার কুমিরা গ্রামের বাবুরপুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

কুমিরা গ্রামের আবুল হোসেন বলেন, স্থানীয় মোল্লা ব্রিকসের লোকজন এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি কাটছিলেন। মাটি কাটার সময় মূর্তিতে আঘাত লেগে শব্দ হয়। পরে সেখান থেকে সোনালি রঙের একটি মূর্তি উদ্ধার করা হয়। এ খবর শুনে এলাকাবাসী সেখানে ভিড় জমান। সোনালি রং দেখে মূর্তিটি সোনার তৈরি হতে পারে বলে এলাকায় খবর ছড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

তালার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, ইটভাটায় জন্য মাটি কাটার সময় মূর্তিটি পাওয়া গেছে। এটি এখন পুলিশ হেফাজতে আছে। মূর্তিটি স্বর্ণের কি না, তা জানতে পরীক্ষা করা হয়েছে। স্বর্ণকার জানিয়েছেন, এটি পিতলের তৈরি মূর্তি। মূর্তিটির ওজন ১ কেজি ৪২০ গ্রাম। লম্বায় পৌনে আট ইঞ্চি। মূর্তিটি ৪০০ বছরের পুরোনো বলে স্থানীয় লোকজনের ধারণা। তবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।