পুননির্বাচিত হয়েই পোস্টার অপসারণে নামলেন কমলগঞ্জ মেয়র

দ্বিতীয় বারের মতো কমলগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে পৌর এলাকাকে পরিচ্ছন্ন রাখতে নির্বাচনী পোস্টার, ফস্টুন অপসারণ কাজ শুরু করেন মেয়র মো. জুয়েল আহমেদ। আজ সোমবার সকালে
প্রথম আলো

পুননির্বাচিত হওয়ার দ্বিতীয় দিনে নির্বাচনের সময় টাঙানো পোস্টার অপসারণের কাজে নামলেন মেয়র মো. জুয়েল আহমেদ। আজ সোমবার সকালে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সামনে অন্য প্রার্থীদের সঙ্গে নিজের পোস্টার নামানোর মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় মেয়রের সঙ্গে তাঁর সমর্থকেরাও উপস্থিত ছিলেন।

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে গত শনিবার। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুয়েল আহমদ দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুয়েল আহমদ দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।

দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ বলেন, লেমিনেটিং করা পোস্টার পরিবেশ দূষণ করবে। এগুলো পচবে না। অন্য প্রার্থীদের সঙ্গে নিজের পোস্টারও তাই অপসারণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করলেন তিনি।

মেয়র  বলেন, এবারের নির্বাচনে নৌকার বিশাল বিজয় হয়েছে। এটা পৌরবাসীর প্রচেষ্টার ফসল। গতবারের মতোই আগামী পাঁচ বছর পৌরসভা পরিচালনায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।