পুলিশ আসার খবর পেয়ে মাদক রেখে পালালেন বিক্রেতা

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী গ্রাম কাজীপুরের একটি বাড়িতে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে যায় পুলিশের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। পুলিশ আসার খবর পেয়ে বাড়ির মালিক জাহাঙ্গীর আলম (৪০) মাদকদ্রব্য ফেলে বাড়ির দেয়াল টপকে পালিয়ে যান। বুধবার দুপুরে ঘটে এ ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দলটি মাদকের সন্ধানে জাহাঙ্গীর আলমের বাড়িতে গেলে তিনি দেয়াল টপকে পালিয়ে যান। পরে পুলিশ বাড়ি তল্লাশি করে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সীমান্তের কাছাকাছি বাড়ি হওয়ার কারণে জাহাঙ্গীর আলম চোরা কারবারিদের কাছ থেকে ফেনসিডিল বাড়িতে এনে বিক্রি করছিলেন। মাদকসেবীরা নিয়মিত তাঁর বাড়িতে এসে ফেনসিডিল নিয়ে যেতেন।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, গাংনীর কাজীপুরে একটি বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিক পলাতক। তাঁর নামে গাংনী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।