পুলিশকে ধাক্কা দিয়ে আদালত প্রাঙ্গণ থেকে আসামির পলায়ন

আসামির পলায়ন
প্রতীকী ছবি

বাগেরহাটে আদালত প্রাঙ্গণ থেকে চুরির মামলার এক আসামি পালিয়ে গেছেন। আদালতের হাজতখানার সামনে থেকে আজ রোববার বিকেলে কোর্ট পুলিশের এক সদস্যকে ধাক্কা দিয়ে দৌঁড়ে পালিয়ে যান হাফিজুর রহমান ওরফে শিপন (২৯) নামের ওই আসামি।

পালিয়ে যাওয়া হাফিজুর বাগেরহাটের মোংলা উপজেলার কানাই নগর গ্রামের আবু বক্কর খাঁর ছেলে। তাঁকে ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, এর আগে মোংলায় হাফিজুর একবার ইয়াবাসহ আটক হয়েছিলেন। তাঁর নামে বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।

মোংলা থানা–পুলিশ সূত্র জানায়, গত ১ মার্চের একটি চুরির মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করতে হাজতখানায় আনা হয়।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, এক দিনের রিমান্ড শেষে হাফিজুর রহমানকে হাজতখানায় নেওয়া হয়। তখন হাত খুলে দেওয়ার সময় তিনি পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে হাফিজুর রহমানকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।