পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় লাখাই উপজেলা বিএনপির সম্পাদক গ্রেপ্তার

শামসুল হক
ছবি: সংগৃহীত

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁকে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপি এক সমাবেশের ডাক দেয়। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ওই সমাবেশে প্রবেশ করা নিয়ে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশসহ বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির দুই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলা করে।

ওই মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সদস্য শামসুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল রাতে তাঁকে ওই মামলায় উপজেলা সদর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী প্রথম আলোকে বলেন, শামসুল হকের বিরুদ্ধে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল তাঁকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।