পেঁয়াজ মজুতের দায়ে হবিগঞ্জে ২ ব্যবসায়ীকে জরিমানা, ৫০ কেজি পচা মাংস জব্দ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল আজ দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় একটি অভিযান চালায়
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ শহরে পেঁয়াজ মজুত করার দায়ে দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা ও শায়েস্তাগঞ্জে গরুর পচা মাংস বিক্রির অপরাধে এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৫০ কেজি পচা মাংস জব্দ করে নদীতে ফেলে দেওয়া হয়। আজ বুধবার হবিগঞ্জ জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচালিত পৃথক অভিযানে এসব দণ্ড দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল আজ দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় একটি অভিযান চালায়। এ সময় পেঁয়াজ মজুত ও ক্রয় রসিদ দেখাতে না পারায় মামুন এন্টারপ্রাইজ ও রকি এন্টারপ্রাইজ নামের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা প্রথম আলোকে বলেন, পণ্য কেনাবেচায় রসিদ সংরক্ষণে নির্দেশনা থাকলেও কিছু ব্যবসায়ী তা আমলে না নিয়ে ব্যবসা করছেন। ক্রয়ের সঠিক ভাউচার না থাকায় পাইকারি পেঁয়াজ বিক্রেতা দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অন্যদিকে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পুরানবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন ইউএনও নাজরাতুন নাঈম। তিনি বাজারে একটি মাংস বিক্রেতার দোকানে পচা ও গরুর পচা মাংস খুঁজে পান। পচা মাংস বিক্রির দায়ে ময়না মিয়া (৩৫) নামের ওই মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। একই সঙ্গে জব্দ করা প্রায় ৫০ কেজি পচা মাংস নদীতে ফেলে দেওয়া হয়।