পোলার আইসক্রিমের সিওও হলেন শাহ মাসুদ ইমাম
দেশের অন্যতম আইসক্রিম প্রতিষ্ঠান পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগদান করেছেন শাহ মাসুদ ইমাম। চলতি মাসের প্রথম দিন নতুন কর্মস্থলে যোগ দেন তিনি।
নানামুখী পণ্যের বাজারজাতকরণে অভিজ্ঞ মাসুদ ইমাম এর আগে ইউনিলিভার, রেকিট বেনকিজার, কোকাকোলা ও
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড এইচআরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
শাহ মাসুদ ইমাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেছেন। করপোরেট পারসোনালিটির সোনিয়া মাহমুদ তাঁর স্ত্রী। বিজ্ঞপ্তি।