পোড়ানো হলো ২০০ কেজি ভেজাল ঘি

চট্টগ্রাম
চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজানে বাঘা বাড়ির ঘি বলে প্রচার করে ভেজাল ঘি বিক্রি ও বাজারজাত করার দায়ে মুহাম্মদ (৩৮) নামের এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে প্রায় ২০০ কেজি ভেজাল ঘি পোড়ানো হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির এ অভিযান চালান।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাঘা বাড়ির স্পেশাল ঘি বলে প্রচার করে কারখানা গড়ে তুলে ওই বাজারে ভেজাল ঘি তৈরি করছিল মুহাম্মদ সোহেল নামের এক ব্যবসায়ী। সেখান থেকে প্রায় ২০০ কেজি ভেজাল ঘি জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে সোহেলকে ১ মাসের কারাদণ্ড দেন।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির বলেন, অনুমোদনহীন কারখানা গড়ে তুলে ভেজাল ঘি তৈরি করে আসছিলেন সোহেল। তাঁকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।