পৌষ সংক্রান্তি উপলক্ষে বড় মাছের মেলা

পৌষসংক্রান্তি উপলক্ষে বসেছে মাছের মেলা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নতুন বাজারে গতকাল ৭৫ ও ৪৫ কেজি ওজনের দুটি বাগাড় মাছ ওঠে
ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় পৌষ সংক্রান্তি উপলক্ষে জমে উঠছে মাছের মেলা। মেলায় ছোট–বড় বিভিন্ন জাতের মাছের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। শ্রীমঙ্গলে সবার নজর কাড়ছে ৭৫ কেজি ওজনের বাগাড় মাছ। মাছটির দাম হাঁকা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা।

স্থানীয় ব্যক্তিরা বলেন, শুক্রবার পৌষ সংক্রান্তি। এ উপলক্ষে বাড়ি বাড়ি চলছে নানা আয়োজন। কমলগঞ্জ উপজেলার পাঁচটি বাজারে বসেছে মাছের মেলা। সকাল ১০টা থেকে মুন্সীবাজার, ভানুগাছ বাজার, শমশেরনগর, আদমপুর ও শহীদনগর বাজারের মাছের মেলায় বিভিন্ন জাতের বড় আকারের মাছ সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

গতকাল দুপুরে শমশেরনগর বাজারে মাছের মেলা ঘুরে দেখা যায়, মেলায় বোয়াল, বাগাড়, চিতল, রুই, কাতলাসহ হরেক রকম মাছ। ৫ কেজি থেকে শুরু করে ২৫-৩০ কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে মেলায়। প্রতি কেজি বড় মাছ বিক্রেতারা এক হাজার থেকে আড়াই হাজার টাকা চাইছেন।

ভানুগাছ বাজারের মাছ বিক্রেতা আরমান মিয়া এবারের মেলায় ১৬ কেজি ওজনের বোয়াল মাছ ও ২০ কেজি ওজনের কাতলা মাছ নিয়ে বসেছেন। তিনি বোয়াল মাছটির দাম হাঁকছেন ১৫ হাজার টাকা। ক্রেতারা ওই মাছ ১০ হাজার টাকা বললেও তিনি মাছটি বিক্রি করেননি। কাতলা মাছের দাম হাঁকছেন ১০ হাজার টাকা।

আরেক বিক্রেতা জাহাঙ্গীর মিয়া জানান, ২২ কেজি ওজনের কাতলা মাছের দাম ৪৫ হাজার টাকা হাঁকছেন। মাছটির দাম ২৫ হাজার টাকা পর্যন্ত উঠেছে।

শ্রীমঙ্গলের নতুন বাজারে রুই, কাতলা, বোয়াল, বাগাড়সহ বড় মাছের পাশাপাশি রয়েছে ছোট মাছও। মেলায় আসা লোকজন মাছ কেনার চেয়ে ঘুরে ঘুরে বেশি দেখছেন। অনেকে মাছের ছবিও তুলে নিচ্ছেন। সবার নজর কাড়ছে ৭৫ কেজি ওজনের বাগাড় মাছটি। মাছটি মেঘনা নদী থেকে এনেছেন মাছ বিক্রেতা হাফিজ আহমেদ।

হাফিজ বিকেল সাড়ে চারটায় বলেন, এ মাছের দাম তিনি চেয়েছেন ১ লাখ ৬০ হাজার টাকা। ৪৫ কেজি ওজনের আরেকটি বাগাড় মাছও এনেছেন তিনি। সেটার দাম চেয়েছেন ১ লাখ ২০ হাজার টাকা। বড় মাছটির দাম এখন পর্যন্ত ৭৫ হাজার টাকা উঠেছে। তিনি বিক্রি করেননি। যদি ভালো দাম না পান, তাহলে মাছটি কেটে বিক্রি করবেন।

মাছের বাজারে আসা কবির মিয়া বলেন, মেলায় মাছের দাম বেশি। তবে সাধ্য না থাকলেও দেখতে তো অসুবিধা নেই! সব সময় এই বাজারে এত বড় মাছ ওঠে না। পৌষ সংক্রান্তি উপলক্ষে এত বড় বড় মাছ উঠেছে। দামে পোষালে কিনবেন, না হলে খালি হাতে বাড়িতে যাবেন।