প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ

ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউপি নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. ছগির আলমের কর্মী কামাল হোসেনকে তুলে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনার পাথরঘাটার টেংড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। একই ওয়ার্ডের সদস্য প্রার্থী জাহারুল সিকদার ও তাঁর লোকজন তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সদস্য প্রার্থী মো. ছগির আলম বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহারুল সিকদার ও তাঁর ছেলে বাবু সিকদারের বিরুদ্ধে শনিবার সকাল সাড়ে ১০টায় পাথরঘাটা প্রেসক্লাবে আমি সংবাদ সম্মেলন করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করি। ওই সংবাদ সম্মেলন ফেসবুক লাইভে প্রচার করা হয়। এ সংবাদ সম্মেলনের খবর জানতে পেরে জাহারুল ও তাঁর লোকজন আমার কর্মী কামাল হোসেনকে তুলে নিয়ে মারধর করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে নিয়ে যান।’

একাধিক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় যুবক মিজানুর রহমান বলেন, তিনটি মোটরসাইকেলে সাত–আট যুবক টেংরা বাজার থেকে কামাল হোসেনকে তুলে নিয়ে একটি বাগানের দিকে যায়। ওই বাগানে নিয়ে কামাল হোসেনকে বেধড়ক মারধর করা হয়। এতে কামাল হোসেনের শরীরের বিভিন্ন অংশ ফুলে ওঠে ও থেঁতলে যায়। এ সময় ওই যুবকদের মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য প্রার্থী মো. ছগির আলম বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহারুল সিকদার ও তার বহিরাগত কর্মীবাহিনী আমাকে ও আমার কর্মী-সমর্থকদের বাড়ি-ঘরে গিয়ে তাঁদের ভয়-ভীতি ও হুমকি দিচ্ছেন। এমনকি জাহারুল সিকদারের ছেলে বাবু সিকদারের নেতৃত্বে বহিরাগত ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী আমাকে ও আমার কর্মী সমর্থকদের খুন-জখমের হুমকি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছেন।’

ইউপি সদস্য প্রার্থী মো. ছগির আলম বলেন, ‘১৩ নভেম্বর রাত ১০টার দিকে আমার বাসা থেকে আমাদের কর্মী-সমর্থকেরা তাঁদের নিজ নিজ বাসায় যাওয়ার পথে বাবু সিকদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী তাদের ধাওয়া দিয়ে হামলার চেষ্টা চালায়। একইভাবে পরের দিন বেলা সাড়ে ১১টার দিকে আবারও বাবু শিকদারের নেতৃত্বে ওই সন্ত্রাসীরা আমার পথরোধ করে নির্বাচন থেকে সরে যেতে বলেন। এমনকি নির্বাচন থেকে সরে না গেলে আমারসহ কর্মী–সমর্থকদের বাড়িতে হামলা করা হবে বলে হুমকি দেন।’

ইউপি সদস্য প্রার্থী ছগির আলমের এক কর্মীকে তুলে নিয়ে মারধর এবং ওই প্রার্থীকে হুমকিধমকি দেওয়ার অভিযোগের বিষয়ে অপর সদস্য প্রার্থী জাহারুল সিকদার বলেন, ছগির আলম নিয়মিত প্রচার-প্রচারণা করে যাচ্ছেন। তবে তাঁকে কেউ হুমকিধমকি দিচ্ছেন না। তাঁর কোনো কর্মীকে তুলে নিয়ে মারধরও করা হয়নি।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা আইউব আলী হাওলাদার প্রথম আলোকে বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইউপি সদস্য প্রার্থী ছগির আলম একটি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।