প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অপরাধে একজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

নীলফামারীতে বাক্‌প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-১-এর বিচারক মো. আহসান তারেক বুধবার দুপুরে আসামির অনুপস্থিতিতে ওই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মোতালেব (৩৫)। তিনি জেলার সৈয়দপুর উপজেলার পূর্ব বোতলাগাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের মৃত জবান উদ্দিনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি রাত আটটার দিকে প্রতিবেশী বাক্‌প্রতিবন্ধী কিশোরী (১৬) কয়েকজন বান্ধবীসহ মোতালেবের বাড়িতে টেলিভিশন দেখতে যায়। রাত ১০টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ওই কিশোরী ছাড়া অন্যরা ঘর থেকে বেরিয়ে যায়। এ সময় মোতালেব ওই কিশোরীকে একা পেয়ে ঘরে আটকে ধর্ষণ করেন। এরপর ঘটনা প্রকাশ না করার জন্য কিশোরীকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন মোতালেব।

ধর্ষণের ঘটনায় কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে স্থানীয় ব্যক্তিরা সালিস বৈঠকে মোতালেবের সঙ্গে কিশোরীর বিয়ের প্রস্তাব দেন। মোতালেব ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

ওই ধর্ষণের ঘটনায় কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে স্থানীয় ব্যক্তিরা সালিস বৈঠকে মোতালেবের সঙ্গে কিশোরীর বিয়ের প্রস্তাব দেন। মোতালেব ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিশোরীর বাবা সে প্রস্তাবে রাজি না হয়ে ২০০৭ সালের ১৭ আগস্ট মোতালেবকে আসামি করে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মামলা করেন।

নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিশেষ পিপি রমেন্দ্র নাথ বর্ধন বলেন, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯ (১) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আসামি মোতালেব মামলা চলাকালে জামিন নিয়ে পলাতক রয়েছেন।