প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অপরাধে একজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

বরিশালের মুলাদী উপজেলায় প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আজ বুধবার দুপুরে এই রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি শরিফুল ইসলাম হাওলাদার ওরফে মুরসালিন (৪০) আদালতে উপস্থিত ছিলেন।

আজ দুপুর সোয়া ১২টায় এই রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলামকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তবে মামলার বাদী এই রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

আদালতের সরকারি কৌঁসুলি ফয়েজুল হক জানান, ২০১৬ সালের ২৬ এপ্রিল মুলাদী উপজেলার রামারপোল এলাকার শরিফুল ইসলাম তাঁর পাশের বাড়ির বাসিন্দা ও মামলার বাদীর মানসিক ও শারীরিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় পরদিন মুলাদী থানায় একটি ধর্ষণ মামলা করা হয়। সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত শরিফুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেন।