প্রতিমায় ধাক্কা, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী

জয়পুরহাটে প্রতিমা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই যুবকের নাম প্রিন্স মিয়া (৩৫)। তিনি জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকার বাসিন্দা।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ও পুলিশ জানায়, জয়পুরহাট শহরের উত্তর বর্মণপাড়া পূজামণ্ডপে দশমী উপলক্ষে সোমবার সকাল থেকে পূজা–অর্চনার কাজ চলছিল। দর্শনার্থীরা মণ্ডপের পূজা–অর্চনা দেখছিলেন। দুপুর ১২টার দিকে মণ্ডপ একটু ফাঁকা হয়। তখন প্রিন্স মিয়া নামের ওই যুবক প্রতিমা বেদির পেছনে গিয়ে ধাক্কা দিয়ে প্রতিমা ফেলে দেন। এতে কয়েকটি প্রতিমা ভেঙে যায়। পুলিশ ধাওয়া করে দাসহ প্রিন্স মিয়াকে গ্রেপ্তার করে। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সালাম কবির।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনায় দাসহ প্রিন্স মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।