প্রতীক বরাদ্দের আগেই লাঠিসোঁটা নিয়ে প্রচারে আ.লীগ প্রার্থী

মিছিলে লাঠিসোঁটা হাতে প্রার্থীর কয়েক শ সমর্থক অংশ নেন
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

মাদারীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে লাঠিসোঁটা নিয়ে চরদৌলতখান ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী চান মিয়া শিকদারকে প্রচারণা করতে দেখা গেছে। গতকাল শুক্রবার বিকেলে চরদৌলতখান ইউনিয়নের মাথা ভাঙ্গা গ্রাম থেকে মিছিল বের করে চান মিয়া শিকদার ও তাঁর সমর্থকেরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মহড়া দেন।

মিছিলে লাঠিসোঁটা হাতে প্রার্থীর কয়েক শ সমর্থক অংশ নেন। এদিকে ইতিমধ্যে লাঠিসোঁটা নিয়ে এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আজ শনিবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মিলন মিয়া একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মিলন মিয়া অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নৌকার প্রার্থী এলাকায় প্রভাব বিস্তার করতে চাচ্ছেন। তিনি সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে দেশীয় অস্ত্র হাতে নিয়ে মিছিল বের করেছেন। সাধারণ ভোটাররা ভোটের আগেই আতঙ্কিত হলে কেন্দ্রে ভোটার উপস্থিতি কমে আসবে। নির্বাচনটি প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী লীগের প্রার্থী যা খুশি তাই করে যাচ্ছেন।

বিষয়টি আমরা নির্বাচন কর্মকর্তা ও পুলিশকে জানালেও তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে তিনি অভিযোগ করেন।

এদিকে অভিযোগের বিষয় জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী চান মিয়া শিকদার বলেন, তাঁর সমর্থকেরা মিছিলটি বের করেছেন। তাঁদের হাতে নৌকার বইঠা আর দু–তিনটা বাঁশ ছিল। এটা এলাকায় প্রভাব বিস্তারের কিছু নয়। এলাকার মানুষ নৌকাকে ভালোবেসে বইঠা হাতে নিয়ে মিছিলে অংশ নিয়েছেন। তবে প্রতিপক্ষের অভিযোগ অযৌক্তিক।

এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থীই প্রচারণা চালাতে পারবে না। যদি কেউ সেটি করে তাহলে আচারণবিধি লঙ্ঘন হবে। চরদৌলতখান ইউনিয়ন থেকে একটি অভিযোগ এসেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে রিটানিং কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের কালকিনি উপজেলার ৮টি ও ডাসার উপজেলার ৫টি ইউনিয়নে ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে আগামী বুধবার প্রতীক বরাদ্দ হওয়ার কথা।