প্রথমবারের মতো চেয়ারম্যান পদে প্রার্থী হলেন তিন নারী

রোকেয়া আক্তার, আছমা আক্তার ও শামীমা আক্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় স্বাধীনতার পর এবারই প্রথম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিন নারী প্রার্থী চেয়ারম্যান পদে ভোটে দাঁড়িয়েছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন দুজন। আর স্বতন্ত্রভাবে প্রার্থী হয়েছেন বিএনপির এক নেত্রী।

২৮ নভেম্বর এ ভোট গ্রহণ হবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের নির্বাচনে উপজেলার ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬৮ জন প্রার্থী মাঠে নেমেছেন। উপজেলার ইউপি নির্বাচনে এর আগে কোনো নারী চেয়ারম্যান পদে প্রার্থী হননি। এবার তিনটি ইউপিতে নারী প্রার্থী মাঠে নেমেছেন। এর মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন ধারার সূচনা হলো।

দলীয় সূত্রে জানা গেছে, কালীকচ্ছ ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রোকেয়া আক্তার। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

শাহজাদাপুর ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা আক্তার। এর আগে তিনি তিনবার ইউপির সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন।

চুন্টা ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন শামীমা আক্তার। তিনি জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি উপজেলা বিএনপির সাবেক কমিটির সদস্য ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রাশেদ বলেন, নারীরা চেয়ারম্যান হলে পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে পারবেন।