প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজুল উপজেলার শ্রীরামপুর গ্রামের আবুল উলায়া খানকা শরিফের প্রধান পরিচালক ও সেখানকার মসজিদের ইমাম। গতকাল বৃহস্পতিবার রাতে নবীনগর থানায় তাঁর বিরুদ্ধে এক নারী (২৫) ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। ওই নারী পৌর এলাকার এক প্রবাসীর স্ত্রী। তিনি বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা।

স্থানীয় লোকজন, পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার দুই সন্তানের জননী ওই নারী (২৫) গত দুই মাস আগে সিরাজুল ইসলামের কাছে যান। ওই নারী মূলত তাঁর পাঁচ বছরের শিশুকন্যার জন্য তাবিজ আনতে সিরাজুলের কাছে যান। সেখানে সিরাজুল ওই নারীকে ধর্ষণ করেন। পরে ধর্ষণের শিকার ওই নারীকে হুমকি দেন সিরাজুল। বিষয়টি সম্পর্কে কাউকে কিছু বললে বা কারও কাছে অভিযোগ করলে কুফরির মাধ্যমে বান মেরে ধর্ষণের শিকার নারী ও তাঁর শিশুকে হত্যা করারও হুমকি দেন সিরাজুল। সন্তান ও নিজের প্রাণের ভয়ে ওই নারী বিষয়টি গোপনই রেখেছিলেন। কিন্তু কয়েক দিন আগে ওই নারী দুই মাসের অন্তঃসত্ত্বা বলে পরীক্ষার মাধ্যমে জানতে পারেন। তাই কোনো উপায় না পেয়ে অবশেষে ওই নারী ধর্ষণের বিষয়টি পরিবারের কাছে প্রকাশ করেন।

গতকাল সন্ধ্যায় পৌর এলাকার একটি মাঠে এলাকার সাহেব-সরদার-মাতবরেরা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার জন্য বৈঠকে বসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্ষণের অভিযোগে সিরাজুলকে গ্রেপ্তার করে। গতকাল রাতে ওই নারী বাদী হয়ে সিরাজুলকে আসামিকে করে থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কমরকর্তা আমিনুর রশিদ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে ধর্ষণের অভিযোগে সিরাজুলকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। শুক্রবার দুপুরে ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।