প্রশিক্ষণে অংশ নিতে গিয়ে চুরি গেল ইজিবাইক

সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে সচেতন করার লক্ষে থ্রি-হুইলার (তিন চাকার যান) চালকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিল জয়পুরহাট জেলা পুলিশ। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালায় অংশ নিতে গিয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রোববার প্রশিক্ষণ কর্মশালা চলাকালে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় ইজিবাইকের চালক শাহিন মিয়া (৩৮) জয়পুরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার এক দিন অতিবাহিত হলেও চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার হয়নি।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান বলেন, শাহিন মিয়ার ইজিবাইক চুরি হওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পরিষদের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে শনাক্তের চেষ্টা চলছে।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে ও ইজিবাইকচলকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে সচেতন করতে থ্রি–হুইলার চালকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে জেলা পুলিশ। গত শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সালাম কবির এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন রোববার নওগাঁর বদলগাছি উপজেলার পাহাড়পুর বাজারের ইজিবাইকচালক শাহিন মিয়া তাঁর সবুজ রঙের ইজিবাইকটি উপজেলা পরিষদ চত্বরে রেখে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। বিরতির সময় শাহিন মিয়া এসে দেখেন তাঁর ইজিবাইকটি সেখানে নেই।

ইজিবাইকচালক শাহিন মিয়া বলেন, এ রকম কর্মশালায় অংশ নিতে গিয়ে ইজিবাইক চুরি হবে, তা ভাবতে অবাক লাগছে।

জয়পুরহাট ট্রাফিক পরিদর্শক জামিরুল ইসলাম বলেন, জেলা পুলিশের আয়োজনে সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন করতে প্রশিক্ষণ কর্মশালা চলছিল। কর্মশালায় অংশ নেওয়া শাহিন মিয়ার ইজিবাইকটি উপজেলা পরিষদ চত্বর থেকে চুরি হয়েছে।