প্রার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগ, থানায় আশ্রয়

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাহবুবুল আলম অভিযোগ করেছেন, গতকাল বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী জালাল গাজীর কর্মী-সমর্থকেরা তাঁকে অপহরণের চেষ্টা চালিয়েছেন। পরে তিনি আত্মরক্ষার জন্য বেতাগী থানায় আশ্রয় নেন। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

মাহবুবুল আলম বলেন, গতকাল সকালে তিনি মাইক্রোবাসে করে বরিশাল যান। ফেরার পথে বেলা সাড়ে তিনটার দিকে বেতাগীর ঝোপখালী সেতু এলাকায় পৌঁছালে অন্য একটি মাইক্রোবাসে ধারালো অস্ত্র নিয়ে অপেক্ষা করছিলেন বেতাগী উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলামের নেতৃত্বে নৌকা প্রতীকের প্রার্থীর কয়েকজন সমর্থক। তাঁর গাড়িটি থামানোর চেষ্টা করেন তাঁরা। ব্যর্থ হওয়ার পর তাঁরা গাড়ি নিয়ে ধাওয়া করেন। তখন তিনি দ্রুত গাড়ি নিয়ে বেতাগী থানায় গিয়ে আশ্রয় নেন।

সন্ধ্যা পৌনে সাতটার দিকে পুলিশ প্রহরায় থানা থেকে বেরিয়ে যান মাহবুবুল আলম। এর আগে তিনি বলেন, ‘আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে আছি। তাঁরা হুমকি দিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না দাঁড়ালে আমার সন্তানদের তুলে নেবে। সমর্থকদের প্রতিদিন মারধর করা হচ্ছে। তাঁরা নামতে পারছেন না।’

এ বিষয়ে জানতে আওয়ামী লীগের প্রার্থী জালাল গাজী ও যুবলীগ নেতা জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তাঁরা ফোন ধরেননি। বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের একটি দল সেখানে সার্বক্ষণিক কাজ করছে। অপহরণের চেষ্টা করা হয়েছে মর্মে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মাহবুবুল আলম। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।