প্রয়াত সাংসদের ছেলের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকেলে সিংড়া বাসস্ট্যান্ড চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা
প্রথম আলো

নাটোরে প্রয়াত সাংসদ ইয়াকুব আলীর ছেলে আশিক ইকবালের ওপর হামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সিংড়া পৌর আওয়ামী লীগ। আজ শনিবার বিকেলে সিংড়া পৌর এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে বিকেল পাঁচটায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ডে অবস্থান নেন দলের নেতা-কর্মীরা। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অবস্থান কর্মসূচি শেষ হয়। এ সময় বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক খ ম মশিউর রহমান, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আক্কাছ আলী, পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক ও সিংড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আদনান মাহমুদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল আলম, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, আশিক ইকবাল একজন জনপ্রিয় আওয়ামী লীগের কর্মী। তাঁর ওপর হামলার মূল পরিকল্পনাকারী সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম মো. হাসমত আলী। তাঁকেসহ অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।

গত ২৮ আগস্ট আশিক ইকবালের ওপর হামলার ঘটনা ঘটে। তাঁর মাথা হাতুড়ি দিয়ে থেঁতলে দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে হামলাকারী সন্দেহে তিনজনকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করেন স্থানীয় লোকজন। এ ঘটনায় আশিক ইকবালের ভাই ইফতেখার আলম বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়, সুকাশ ইউনিয়নের আওয়ামী লীগের কর্মীরা হামলার সঙ্গে জড়িত। সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম মো. হাসমত আলীসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করা হয়।