ফতুল্লায় আগুনে পুড়েছে ৩৪ ঘর

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগর নয়াপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডে ৩৪টি ঘর পুড়ে গেছে। আগুনে ওই বাড়ির বিভিন্ন ঘরের আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সদর উপজেলার মুসলিমনগর এলাকায় গিয়াস উদ্দিনের মালিকানাধীন টিনশেডের তৈরি কাঁচা ঘরে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই বাড়ির ৩৪টি টিনের ঘর পুড়ে গেছে।
তিনি আরও জানান, সরু সড়কের কারণে ঘটনাস্থলে পানির ট্যাংকগুলো প্রবেশে কিছুটা অতিরিক্ত সময় লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল অথবা ধূপ থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোতে বিভিন্ন পোশাককারখানার শ্রমিকেরা বসবাস করতেন। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।