ফরিদগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ
ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জের ১১ নম্বর চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা হারুনুর রশিদ পাটওয়ারী (৭০) মোটরসাইকেল থেকে সড়কে পড়ে নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার ঢালি বাড়ির সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত হারুনুর রশিদের বাড়ি চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া এলাকায়। তিনি ওই ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

ফরিদগঞ্জ থানা–পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে আটটার দিকে হারুনুর রশিদ তাঁর বাড়ি থেকে মোটরসাইকেলে ফরিদগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিলেন। পথে ঢালি বাড়ির সামনের সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে পিছলে তাঁর মোটরসাইকেল উল্টে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয় ব্যক্তিরা বিএনপি নেতা হারুনুর রশিদকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ওই চিকিৎসকের পরামর্শে তাঁর স্বজনেরা তাঁকে জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে কারও কোনো অভিযোগ নেই।