ফরিদগঞ্জের মেয়রের বিরুদ্ধে এবার নির্যাতনের অভিযোগ স্ত্রীর

ফরিদগঞ্জের মেয়র মাহফুজুল হকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন তাঁর প্রথম স্ত্রী সোনিয়া আক্তার। সোমবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে
সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হকের বিরুদ্ধে এবার তাঁর স্ত্রী নির্যাতনের অভিযোগ তুলেছেন। আজ সোমবার দুপুরে এ অভিযোগ এনে মেয়রের স্ত্রী সোনিয়া আক্তার সংবাদ সম্মেলন করেন।

সেখানে তিনি বলেছেন, স্বামীর অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় তাঁর ওপর নির্যাতন করা হয়েছে।

চাঁদপুর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন করা হয়। গত ২২ নভেম্বর একই স্থানে সোনিয়া আক্তারের বিরুদ্ধে ‘পুরুষ নির্যাতনের’ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছিলেন মেয়র মাহফুজুল হক। সোনিয়া আক্তার মাহফুজুলের প্রথম স্ত্রী।

সংবাদ সম্মেলনে সোনিয়া আক্তার বলেন, ১০ বছর আগে মাহফুজুল হকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের ঘরে তিন সন্তান আছে। মাহফুজুল হক পাঁচ বছর আগে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন।

সোনিয়া আক্তার অভিযোগ করেন, মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই তাঁর স্বামী অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ ছাড়া তিনি মাদকাসক্ত। এসবের প্রতিবাদ করায় তাঁর ওপর নির্যাতন করা হয়। কয়েক মাস আগে মাহফুজুল হক তাঁকে কিছু না জানিয়েই কুমিল্লায় দ্বিতীয় বিয়ে করেন। এর প্রতিবাদ করলেও তাঁকে (সোনিয়া) নির্যাতন করে ঘর থেকে বের করে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সোনিয়ার ভগ্নিপতির কাছে থেকে ঠিকাদারি ও ব্যবসার কথা বলে ৭ লাখ ৭০ হাজার টাকা নেন মাহফুজুল। সে টাকা ফেরত চাওয়ার কারণেও তাঁকে নির্যাতন করা হয়েছে। এমন পরিস্থিতিতে তিন সন্তান নিয়ে সোনিয়া আক্তার নিরাপত্তাহীনতায় আছেন বলেও দাবি করেন।

স্ত্রীর অভিযোগের বিষয়ে মেয়র মাহফুজুল হক বলেন, ‘সোনিয়া আক্তারের আগেও দুবার বিয়ে হয়েছিল। কিন্তু বিষয়টি তিনি গোপন রেখেছিলেন। এরপরও তাঁর সঙ্গে ১০ বছর ধরে সংসার করে আসছি। সামনে নির্বাচন। এ নির্বাচনে যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারি, এ জন্য প্রতিপক্ষের সঙ্গে আঁতাত করে তিনি মামলাও করেছেন। সংবাদ সম্মেলনে আনা অভিযোগ এরই অংশ।’