ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু

করোনাভাইরাস।
প্রতীকী ছবি

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও অন্যজন করোনা ওয়ার্ডে মারা যান। মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন রাজবাড়ী ও একজন ফরিদপুর জেলার বাসিন্দা। এর মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। আজ বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার ১২৩ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ১৫ জন আইসিইউতে ও ১০৮ জন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৬ জন।

জেলা সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে এ পর্যন্ত ১১ হাজার ৯৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১২২ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।