ফরিদপুর টার্মিনাল থেকে উধাও বাসটি পাওয়া গেল ঝিনাইদহে

ঝিনাইদহ থেকে প্রিয়াংকা নামের বাসটি রোববার সকালে ফরিদপুর বাস টার্মিনালে ফিরিয়ে আনা হয়েছে
ছবি: প্রথম আলো

ফরিদপুরে বাস টার্মিনাল থেকে রাতের আঁধারে উধাও হয়ে যাওয়া প্রিয়াঙ্কা নামের বাসটি পাওয়া গেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালশা এলাকায়। রোববার ভোর ৫টার দিকে বাসটি পাওয়া যায়। তবে বাসের সঙ্গে নিখোঁজ হওয়া বাসচালকের সহকারীর (হেলপার) কোনো সন্ধান মেলেনি।

বাসটির মালিক ফরিদপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আনিচুর রহমান বলেছেন, বাসে ব্যাটারিসহ আনুমানিক ২০ হাজার টাকার মাল খোয়া গেছে।

গত শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় প্রিয়াংকা নামের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-৯৪৯৩) ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লায় অবস্থিত ফরিদপুর পৌর বাস টার্মিনাল থেকে বাসটি উধাও হয়। এ সময় বাসচালকের সহকারী ফরিদপুর সদরের বাখুন্ডা ইউনিয়নের কামাল মণ্ডলের ছেলে ছলেমান মণ্ডলও (২২) নিখোঁজ হন।

এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় গত শনিবার ছলেমান মণ্ডলের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বাস চুরির অভিযোগে মামলা করেন বাসমালিক মো. আনিচুর রহমান। বাসটি ফরিদপুর-আলফাডাঙ্গা এবং ফরিদপুর-কামারখালী পথে যাতায়াত করত।

আনিচুর রহমান জানান, গত শনিবার নিখোঁজ হেলপারের বাবা ও মাকে ফরিদপুর কোতোয়ালি থানায় ডেকে আনা হয়। পরে ছলেমান অজ্ঞাত স্থান থেকে তাঁর মাকে ফোন করে জানান, বাসটি তিনি নিয়ে গেছেন এবং বর্তমানে সেটি ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকার তালশায় আছে। পরে কোটচাঁদপুর এলাকার পরিবহনশ্রমিকদের সহায়তায় বাসটির অবস্থান শনাক্ত করা হয়েছে। রোববার ভোর ৫টার দিকে গাড়িটিতে নতুন ব্যাটারি লাগিয়ে চালিয়ে ফরিদপুর বাস টার্মিনাল নিয়ে আসা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত বাসচালকের সহকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।