ফরিদপুর পৌরসভার নির্বাচন স্থগিত

ফরিদপুর পৌরসভার নির্বাচনের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ঘোষিত তফসিল অনুসারে আগামী ১০ ডিসেম্বর ওই নির্বাচন হওয়ার কথা ছিল।

নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে স্থানীয় এক ভোটারের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

পরে আইনজীবী রুহুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, ৩ নভেম্বর ওই পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। হাইকোর্ট রুল দিয়ে ওই তফসিলের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন। ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশন করার বিষয়টি প্রক্রিয়াধীন থাকা অবস্থায় নির্বাচনের জন্য ঘোষিত তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, ফরিদপুর পৌরসভার ক্ষেত্রে তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে ১৫ নভেম্বর স্থানীয় ভোটার মো. আতিয়ার রহমান রিটটি করেন।