ফরিদপুরে অ্যাম্বুলেন্স থেকে ফেনসিডিল, গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ফরিদপুরে অ্যাম্বুলেন্স থেকে ৩৯৬ বোতল ফেনসিডিল এবং ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে র‍্যাব–৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল ওই ব্যক্তিকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য জব্দ করে।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মো. শামীম হোসেন (৩৪)। তিনি কুষ্টিয়া জেলার সদর উপজেলার চৌড়হাস কুঠিপাড়া মহল্লার বাসিন্দা।

র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা হতে অ্যাম্বুলেন্সে করে ফেনসিডিল ও গাঁজার একটি চালান রাজবাড়ী হয়ে ফরিদপুরের দিকে আসছে। এই সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে শামীমের অ্যাম্বুলেন্স তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করে। এ সময় ওই অ্যাম্বুলেন্স, সিম কার্ডসহ একটি মুঠোফোন ও এক হাজার টাকা জব্দ করা হয়।

জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। গ্রেপ্তার শামীমকে কাল রোববার আদালতে নেওয়া হবে।