ফরিদপুরে আরও ১৫১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৯
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। দুজন আক্রান্তসহ উপসর্গ নিয়ে মারা গেছেন নয়জন। নমুনা পরীক্ষা হয়েছে ৩২৩ জনের।
সে তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪৬ দশমিক ৭৫ শতাংশ। আগের ২৪ ঘণ্টার তুলনায় শনাক্ত বেড়েছে ৬ দশমিক ৫৯ শতাংশ।
এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৫২। ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১১৩ জন ফরিদপুর সদরের।
এ ছাড়া আলফাডাঙ্গায় ১, ভাঙ্গায় ৪, নগরকান্দায় ১৭, মধুখালীতে ৪, সদরপুরে ৩, চরভদ্রাসনে ৬, সালথায় ৩ জন।
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, হাসপাতালে আজ সোমবার সকাল পর্যন্ত ৩৯৫ জন চিকিৎসাধীন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ২৭৯ জন। বাকি ১১৫ জন সন্দেহভাজন।