ফরিদপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক খাদে, চালক আহত

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় দোকানের একাংশ নিয়ে ট্রাক খাদে পড়ে যায়
প্রথম আলো

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক খাদে পড়ে গেলে আহত হয়েছেন ট্রাকচালক। আজ শুক্রবার সকাল সাতটার দিকে ফরিদপুর সদরের কাফুরা এলাকার রেলক্রসিংয়ে রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে এ ঘটনা ঘটে।

আহত ট্রাকচালকের নাম মো. একলাস (৩১)। তিনি রাজবাড়ী সদরের ভবানীপুর এলাকার মো. জামালের ছেলে। ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল একলাসকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই সময় রাজবাড়ী এক্সপ্রেস নামের লোকাল ট্রেনটি ফরিদপুর হয়ে ভাঙ্গা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি রেলক্রসিংয়ে আসার সময় মুন্সীবাজার থেকে ফরিদপুরের গজারিয়াগামী একটি ট্রাক রেলক্রসিংয়ে ওপর উঠে যায়। ওই সময় ট্রেনটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনের আঘাতে ট্রাকটি রেলক্রসিংয়ের পাশে শেখ রাশেদ মিয়ার সিমেন্টের দোকানের কিছু অংশ ভেঙে নিয়ে পাশের খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত অবস্থায় ট্রাকচালক একলাসকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এই খবরের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) শহীদুল ইসলাম বলেন, ট্রাকচালক মাথায় আঘাত পেয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।