ফরিদপুরে ট্রেনের নিচে পড়ে দুই চাচাতো ভাই নিহত

ট্রেন দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফরিদপুরে মধুমতী এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে নছিমনের যাত্রী দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। আজ শনিবার বেলা দুইটার দিকে রাজবাড়ী-ভাঙ্গা রেলপথ ও নওপাড়া-উচাবাজার আঞ্চলিক সড়কের ভাঙ্গার জান্দি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনটি ভাঙ্গা রেলস্টেশন ছাড়ার পরপরই এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মহল্লার বাসিন্দা রফিক মাতুব্বর (২৫)। নিহত অন্যজন হলেন রফিকের চাচাতো ভাই সোহেল মাতুব্বর (২০)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত রফিকের বাবা আবুল মাতুব্বর (৪৫)। তিনি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার বেলা দুইটার দিকে রাজবাড়ী-ভাঙ্গা রেলপথ ও নওপাড়া-উচাবাজার আঞ্চলিক সড়কের ভাঙ্গার জান্দি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুর্ঘটনার শিকার ওই ব্যক্তিরা তালগাছ কেনাবেচার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। আজ একটি তালগাছ কিনে তা নছিমনে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান খোকন জমাদ্দার বলেন, ট্রেনের ধাক্কায় নছিমনটি দুমড়েমুচড়ে সড়কের খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। অন্যজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।