ফরিদপুরে হঠাৎ টর্নেডোয় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

টর্নেডোর আঘাতে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুর-মেহেরদিয়া এলাকায়
ছবি: প্রথম আলো

ফরিদপুরে দুই উপজেলার কয়েকটি গ্রামে টর্নেডো হানা দিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ছয়টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুর ও নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ধুতরাহাটি ও গহেরপুর গ্রামে টর্নেডো আঘাত হানে। ১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী এ টর্নেডোর আঘাতে বিধ্বস্ত হয়েছে শতাধিক কাঁচা ঘরবাড়ি। উপড়ে গেছে দুই শতাধিক গাছ।

সালথা উপজেলার গট্টি ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা শহিদুল্লাহ সিরাজী বলেন, ভোরে বাতাসের গর্জনে ঘুম ভাঙে। দরজা খুলে দেখতে পান হাতির শুঁড়ের মতো করে বাতাস পাক খেতে খেতে চন্দ্রপাড়া-রসুলপুর সড়কের পাশ দিয়ে চলে যাচ্ছে।

নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বাসিন্দা জেলা পরিষদ সদস্য কামাল মিয়া বলেন, গহেরপুর গ্রামের শতাধিক পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসব পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে আছেন। এ ছাড়া তালমা ইউনিয়নের বিবিরকান্দি গ্রামের আটটি পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গ্রাম চন্দ্রপাড়া-রসুলপুর ও পাশের মেহেরদিয়া গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান সালথা উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান। তিনি বলেন, দুটি গ্রামে অন্তত অর্ধশত বাড়ি বিধ্বস্ত হয়েছে। চন্দ্রপাড়ার পাশে অবস্থিত রাহুতপাড়ার দুটি ঘর বিধ্বস্ত হয়।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিব সরকার বলেন, উপজেলার চন্দ্রপাড়া-রসুলপুর, পাশের মেহেরদিয়া গ্রামে অন্তত ৩৫টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে অর্ধশত গাছ।

টর্নেডোর হানায় বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। আজ সকালে ফরিদপুরের সালথার তালমা ইউনিয়নের গহেরপুর গ্রামে
ছবি: প্রথম আলো

টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নগরকান্দার ইউএনও জেতী প্রু। তিনি বলেন, শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আজই ১০ কেজি করে চাল ও এক কেজি করে ডাল দেওয়া হবে। বিষয়টি জেলা প্রশাসক অতুল সরকারকে জানানো হয়েছে।