ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯২ জন
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাপাতালে গত ২৪ ঘণ্টার ব্যবধানে ১৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সাতজন করোনা পজিটিভ ছিলেন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন। বাকি দুজন করোনায় আক্রান্ত হলেও পরবর্তী নমুনা পরীক্ষায় নেগেটিভ হয়েছিলেন।
এদিকে ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ৪৪১ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৪৪। ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা তানসিভ জুবায়ের এ তথ্য নিশ্চিত করছেন।
নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে আলফাডাঙ্গার ২ জন, ভাঙ্গার ৯, নগরকান্দার ৫, মধুখালীর ২২, সদরপুরের ৩০, বোয়ালমারীর ৫, চরভদ্রাসনের ৩, সালথার ২ ও ফরিদপুর সদরের ১১৪ জন আছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৪৩ দশমিক ৫৪। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৪৬ দশমিক ৭৫।
এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭৬।
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, ওই হাসপাতালে ৩৯৫ জন চিকিৎসাধীন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ২৭৯ জন, নেগেটিভ ১ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১১৫ জন।