ফারাক্কা লংমার্চ দিবস স্মরণ, দুধকুমার তীরে মানববন্ধন ও সমাবেশ

দুধকুমার নদের ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদের তীরে
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস স্মরণে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদের ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার তিলাই ইউনিয়নের বাগবাড়ি গফুরের ঘাট এলাকায় দুধকুমার নদের তীরে এসব কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সহযোগিতায় ভাসানী পরিষদ, মাওলানা ভাসানী কৃষক সমিতি ও মাওলানা ভাসানী স্মৃতি সেবা সংঘ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। দুধকুমার নদের ভাঙনের শিকার ও ভাঙনের আশঙ্কায় থাকা কয়েক শ বাসিন্দা মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।

মানববন্ধনের আগে দুধকুমার পাড়ের ভাসানী বাড়ি থেকে গফুরের ঘাট পর্যন্ত প্রতীকী লংমার্চ করা হয়। এর মাধ্যমে ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস স্মরণ করা হয়।

মানববন্ধন শেষে নদের তীরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ভাসানী পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও ভাসানী পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মাওলানা ভাসানী কৃষক সমিতির সভাপতি ও ভাসানী পরিষদের সদস্যসচিব আজাদ খান ভাসানী প্রমুখ।

মানববন্ধনের আগে দুধকুমার পাড়ের ভাসানী বাড়ি থেকে গফুরের ঘাট পর্যন্ত প্রতীকী লংমার্চ করা হয়। এর মাধ্যমে ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস স্মরণ করা হয়।
দুধকুমার নদের ভাঙনের শিকার ও ভাঙনের আশঙ্কায় থাকা কয়েক শ বাসিন্দা মানববন্ধনে অংশ নেন। রোববার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদের তীরে গফুরের ঘাট এলাকায়
ছবি: সংগৃহীত

শফিকুল ইসলাম বলেন, মজলুম জননেতা মাওলানা ভাসানীর দেখানো পথ ধরে বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদীর ন্যায্য হিস্যা আদায় আজ সময়ের দাবি। এই দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।

আজাদ খান ভাসানী বলেন, ‘৫৪টি অভিন্ন নদীর ন্যায্য হিস্যা আদায়ের মাধ্যমে আমাদের জীববৈচিত্র্য রক্ষা ও অর্থনীতির জন্য টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। সোনাহাট স্থলবন্দর সম্প্রসারণ করে দুধকুমার নদ বহুমুখী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের দারিদ্র্য ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব হবে।’

মানববন্ধন ও সমাবেশে অন্যদের মধ্যে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন শিকদার, ইউপি সদস্য কামরুল ইসলাম, মাওলানা ভাসানী স্মৃতি সেবা সংঘের সভাপতি মনিরুজ্জামান খান ভাসানী, বাংলাদেশ কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য মোকাদ্দেস হোসেন শিকদার, দীপক কুমার রায়, হাফিজুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।