কুমিল্লায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন ৬০০ ব্যক্তি

ফারাজ হোসেন ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরন। আজ কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে
ছবি: প্রথম আলো

লতিফুর রহমান নৈতিকতার শক্তি দিয়ে ব্যবসা করতেন। আর ফারাজ হোসেন জঙ্গিবাদের বিরুদ্ধে সাহসিকতার পরিচয় দিয়েছেন। দুজন সম্পর্কে নানা-নাতি। দুজনের চিরবিদায় ১ জুলাই। দুজনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার দেশের শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকেএফের প্রতিপাদ্য ‘নৈতিকতায় শক্তি সাহসিকতায় জয়’।

আজ বৃহস্পতিবার তাঁদের স্মরণে ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। এতে ৬০০ নারী, পুরুষ ও শিশুকে সেবা দেওয়া হয়।

আরও পড়ুন

আয়োজকেরা জানিয়েছেন, সকাল নয়টায় কলেজের অধ্যক্ষ কে এ মান্নান ওই কর্মসূচির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ নাজমুস সাদাত, পরিচালক রফিকুল ইসলাম সরকার, নাক কান গলা বিশেষজ্ঞ গোলাম মোস্তফা, চিকিৎসক মোস্তফা কামাল ও তারেক ইমন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন এসকেএফের বিক্রয় ব্যবস্থাপক মোস্তফা আনোয়ার, উপবিক্রয় ব্যবস্থাপক মো. সাফাক, আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা, মাঠ ব্যবস্থাপক নাসির উদ্দিন, পলাশ চন্দ্র ভদ্র, আতাউর রহমান ও মেডিকেল সার্ভিসেস কর্মকর্তা সাইফুল ইসলাম।

আরও পড়ুন

শিশুরোগ বিশেষজ্ঞ ও কলেজের অধ্যক্ষ কে এ মান্নান বলেন, ‘এ ধরনের উদ্যোগে গরিব মানুষ ভালো সেবা পাচ্ছেন। আমাদের কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা এতে সহযোগিতা করেছেন। এসকেএফও বিনা মূল্যে ওষুধ দিয়েছে।’

ফারাজ হোসেন ও লতিফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যের এই চিকিৎসাসেবা কার্যক্রমে এসকেএফের প্রতিপাদ্য ‘নৈতিকতায় শক্তি সাহসিকতায় জয়’। আজ কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে
ছবি: প্রথম আলো

বেলা ১১টায় ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যকেন্দ্রের সামনে গিয়ে দেখা যায়, রোগীদের জটলা। কেউ নাম নিবন্ধন করছেন। কেউ চিকিৎসকের চেম্বারে রয়েছেন। কেউ ওষুধ নিচ্ছেন। কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকা থেকে আসা মলিনা রানী দাস (৪০) বলেন, ‘হাত-পা ব্যথা। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা আমাকে দেখেছেন। বিনা মূল্যে ওষুধ দিয়েছেন।’

আরও পড়ুন

কুমিল্লা নগরের চৌয়ারা এলাকার বাসিন্দা সহিদুল ইসলাম (৬৫) বলেন, ‘আমার ঠান্ডা ও জ্বর। গত মঙ্গলবার মাইকিং শুনে এখানে এসেছি। তাঁরা বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়েছেন।’

আরও পড়ুন

নাতি ফারাজকে ভালোবেসে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া গ্রামের বাগানঘেরা বাড়ির নামকরণ করেন ফারাজ মঞ্জিল। ফারাজ মঞ্জিলেই দুই বছর আগে মারা যান লতিফুর রহমান। অন্যদিকে পাঁচ বছর আগে রাজধানীর গুলশানের হোলি আর্টিজানে হামলায় জঙ্গিদের হাতে হত্যার শিকার হন ফারাজ।

আরও পড়ুন