ফারাজের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বিনা মূল্যে চিকিৎসাসেবা

ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকীতে ফরিদপুরে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়া হয়।আজ সকালে ফরিদপুর শহরের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ফরিদপুরে ‘মানবতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসা’ কার্যক্রম পরিচালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত শহরের চরকমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়া হয়।

‘নৈতিকতায় শক্তি, সাহসিকতায় জয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ট্রান্সকম গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান এসকে-এফ ও ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে এ চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন এসকে-এফের বিক্রয় ব্যবস্থাপক মো. আবদুল কাদির। এতে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে চিকিৎসা দেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নাসরিন আক্তার ও আঁখি আক্তার, মেডিসিন বিশেষজ্ঞ নাজমুল হুদা এবং শিশু বিশেষজ্ঞ ইসমত জাহান। চিকিৎসক দলের অপর সদস্য ছিলেন চিকিৎসা কর্মকর্তা মো. এমরান হোসাইন।

আরও পড়ুন

বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ের গিয়ে দেখা যায়, বিভিন্ন কক্ষে রোগী দেখছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। রোগের ধরন অনুযায়ী দেওয়া হচ্ছে ব্যবস্থাপত্র। সেখান থেকে বের হওয়ার সময় ব্যবস্থাপত্র মিলিয়ে রোগীদের বিনা মূল্যে ওষুধ বুঝিয়ে দিচ্ছেন এসকে-এফের প্রতিনিধিরা।

চর কমলাপুর মহল্লা থেকে মেঘলা নামে (১৮) এক তরুণীকে নিয়ে এসেছেন তাঁর মা শিল্পী বেগম। মেঘলা ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে উচ্চমাধ্যমিকের ছাত্রী। শিল্পী বেগম বলেন, মেয়ে বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত। গা কেপে জ্বর আসে। ওষুধ খাচ্ছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। তিনি বলেন, এখানে চিকিৎসক অনেক সময় ধরে তাঁর মেয়েকে দেখেছেন, পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তিনি চিকিৎসকদের ব্যবহারে এবং বাড়ির কাছে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পেয়ে খুব খুশি।

আরও পড়ুন
শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সী ৪৩২ জন বিনা মূল্যে পান বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও ওষুধ। আজ সকালে ফরিদপুর শহরের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

জাহানারা বেগম তাঁর নাতি সাবিল শেখকে (১২) চিকিৎসক দেখাতে নিয়ে এসেছেন। সাবিল ওই বিদ্যালয়েরই চতুর্থ শ্রেণি শিক্ষার্থী। জাহানারা বেগম বলেন, তাঁর নাতি অনেক দিন ধরে বুকের ব্যথায় ভুগছে। অনেক চিকিৎসক দেখিয়ে কোনো ফল পাওয়া যায়নি। বিশেষজ্ঞ চিকিৎসক বিনা মূল্যে এলাকায় চিকিৎসাসেবা দেবেন শুনে নাতিকে নিয়ে এসেছেন।

আরও পড়ুন

চিকিৎসাসেবা প্রদানকালে উপস্থিত ছিলেন এসকে-এফের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক সেলিম মিয়াজী, জ্যেষ্ঠ এলাকা ব্যবস্থাপক খান মো. বাকির হোসেন ও মাহাবুব খান, ওই ওয়ার্ডের (২১ নম্বর) কাউন্সিলর মোবাররক খলিফা প্রমুখ।

খান মো. বাকির হোসেন বলেন, আজ সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিভিন্ন বয়সী মোট ৪৩২ জনকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

আরও পড়ুন