ফুলতলা বণিক সমিতির নেতাকে অভয়নগরে গুলি করে হত্যা

খুলনা জেলার মানচিত্র

খুলনার ফুলতলা উপজেলায় বণিক সমিতির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম খন্দকার রকিবুল ইসলাম (৩২)। তিনি ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নির্বাচিত ক্রীড়া সম্পাদক।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফুলতলার পার্শ্ববর্তী যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাঁর স্ত্রী পিয়ারী বেগমও গুলিবিদ্ধ হন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে নওয়াপাড়ার ওই এলাকায় বেড়াতে গিয়েছিলেন রকিবুল। রাত ৯টার দিকে কয়েকজন সন্ত্রাসী তাঁদের গতি রোধ করে রকিবুলের মাথায় ও বুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এ সময় রকিবুলের স্ত্রী পিয়ারী বেগমও গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা রকিবুলকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি।

রকিবুলের স্ত্রী পিয়ারী বেগম বলেন, রকিবুল ও তিনি মোটরসাইকেলে করে দত্তগাতী এলাকায় ঘুরতে গিয়েছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাঁদের গতি রোধ করে রকিবুলের মাথায় ও বুকে গুলি করে পালিয়ে গেছে।