ফুলপুরে আ.লীগসহ দুই মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

পৌরসভা নির্বাচন
প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণখেলাপি হওয়ায় যাচাই-বাছাইয়ের শেষ দিন গতকাল মঙ্গলবার শশধর সেনের মনোনয়নপত্র বাতিল করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা দেওয়ান সারওয়ার জাহান। একই দিন যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী এম এইচ ইউসুফের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

ফুলপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শশধর সেন, স্বতন্ত্র হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. শাহজাহান, বিএনপির দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র মো. আমিনুল হক, স্বতন্ত্র প্রার্থী বিএনপির সদস্য রকিবুল হাসান সোহেল ও স্বতন্ত্র প্রার্থী এম এইচ ইউসুফ মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীদের মনোনয়নপত্র গতকাল যাচাই-বাছাই করা হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলদের সব  প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে ঋণখেলাপির কারণে মনোনয়নপত্র বাতিল করা হয় আওয়ামী লীগের দলীয় প্রার্থী শশধর সেন ও স্বতন্ত্র প্রার্থী এম এইচ ইউসুফের।

শশধর সেন বলেন, ঋণের পুরো টাকা পরিশোধ করে দিয়েছেন। তিনি আজ বুধবার আপিল করবেন। স্বতন্ত্র প্রার্থী এম এইচ ইউসুফও আপিল করবেন বলে জানিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার বলেন, ঋণখেলাপি হওয়ায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তাঁরা আপিল করতে পারবেন। নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থী ছাড়া নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৬ জন ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।