ফেনসিডিলসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের সেই চার নেতাকে অব্যাহতি

কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িতে করে ফেনসিডিল বহনের সময় স্বেচ্ছাসেবক লীগের গ্রেপ্তার চার নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মো. আরিফুল হাসান খান বাপ্পী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আলোকদিয়া গ্রামের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন (৩২), উত্তর হাওলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বরল্লা গ্রামের বাসিন্দা আবদুল হালিম (৩৩), একই কমিটির যুগ্ম আহ্বায়ক ও বরল্লা গ্রামের বাসিন্দা শাহাব উদ্দিন (৩৮) এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য ও বরল্লা গ্রামের মো. শামীম (৩৫)।

ওই চার নেতাকে অব্যাহতি দেওয়ার বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্য নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককেও বিষয়টি অবহিত করা হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন পাপ্পু প্রথম আলোকে বলেন, ‘কোনো মাদকসেবী ও মাদক বিক্রেতার স্থান স্বেচ্ছাসেবক লীগে নেই। চারজনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিকে চিঠি দেওয়া হয়েছে। ইউপির চেয়ারম্যান আবদুল হান্নানের ব্যাপারে আওয়ামী লীগ পদক্ষেপ নেবে। তিনি তো আমাদের সংগঠন করেন না।’

গত বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার পদচারী–সেতুর নিচে একটি ব্যক্তিগত গাড়ি তল্লাশি করে তাঁদের গ্রেপ্তার করে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার চারজনের কাছ থেকে বাজারের ব্যাগের ভেতরে থাকা ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় উপজেলার উত্তর হাওলা ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আবদুল হান্নানের ব্যক্তিগত গাড়িটি জব্দ করা হয়। আবদুল হান্নান গত ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উত্তর হাওলা ইউনিয়ন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন। গত ১০ ফেব্রুয়ারি শপথ নেন তিনি।

কুমিল্লা জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন ভূঁইয়া গতকাল প্রথম আলোকে বলেন, গোপনে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল পদুয়ার বাজার পদচারী-সেতু এলাকার দক্ষিণ প্রান্তে লাকসাম সড়কের মুখে অবস্থান নেয়। এরপর ওই ব্যক্তিগত গাড়িতে তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চারজন জানিয়েছেন, চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ফেনসিডিল কিনে তাঁরা বাড়ি ফিরছিলেন। এর মধ্যে আবদুল হালিম উত্তর হাওলা ইউপির তথ্যকেন্দ্রে কাজ করেন।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে গতকাল মাদক আইনে মামলা করেন এসআই বোরহান উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে তাঁদের কুমিল্লার ৯ নম্বর আমলি আদালতে নেওয়া হয়। বিচারকের নির্দেশে তাঁদের কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।