ফেনীতে করোনার উপসর্গ নিয়ে আ.লীগ নেতার মৃত্যু

ফেনীতে জ্বর, শ্বাসকষ্টসহ কোভিড-১৯ রোগের নানা উপসর্গ নিয়ে নুরুল করিম (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ফেনী ডায়াবেটিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়। তিনি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল জানান, কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে নুরুল করিমকে ১৫ জুলাই ফেনী ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন সাধারণ ওয়ার্ডে থাকার পর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
ফেনী ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল করিমের ছেলে জিয়াউদ্দিন বাবলু বলেন, স্বাস্থ্যবিধি মেনে গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর বাবার লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।