ফেনীতে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, চালক ও সহকারী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পিকআপ ভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে ফেনী সদর উপজেলার মহিপালের কাছের একটি এলাকায় এ দুর্ঘটনায় তাঁরা আহত হন। আজ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।

মারা যাওয়া দুজন হলেন পিকআপ ভ্যানের চালক মো. পলাশ (২২) ও তাঁর সহকারী মো. আরিফ (১৫)। তাঁরা ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বাসিন্দা। তাঁদের লাশ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে একটি পিকআপ ভ্যান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ফেনী সদর উপজেলার মহিপালের কাছে রামপুর রাস্তার মাথা এলাকায় দ্রুতগতির পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপ ভ্যানের চালক মো. পলাশ ও তাঁর সহকারী মো. আরিফ (১৫) আহত হয়।

খবর পেয়ে মহাসড়কের মহিপাল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়।

এ বিষয়ে মহাসড়কের মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।