ফেনীতে ট্রেনের ধাক্কায় একজন নিহত

যাত্রীবাহী ট্রেন
প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর শর্শদি রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়েছে বলে রেলওয়ে পুলিশ ধারণা করছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। ফেনী রেলস্টেশন জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

ফেনী সদর উপজেলার শর্শদি এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের শর্শদি রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এক ব্যক্তির (৪০) লাশ পড়ে থাকতে দেখে রেলস্টেশনের মাস্টারসহ কর্মচারীদের অবহিত করেন। খবর পেয়ে ফেনী রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে যান এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
এসআই মো. সাইফুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর শর্শদি এলাকা থেকে ট্রেনের ধাক্কায় মারা যাওয়া এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার ও মর্গে পাঠানোর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।